সফর ১৪৪৪ || সেপ্টেম্বর ২০২২

মাশকুর - আজীমপুর

৫৮০৭. প্রশ্ন

লকডাউনের সময় মসজিদে জুমা ও ওয়াক্তিয়া নামায আদায় করা বন্ধ করে দিয়েছিল। তখন এক জুমার দিন যোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আমি যোহরের নামায পড়ে নেই। তারপর বেলা একটার দিকে মসজিদের মাইকে এলান হয়, আপনারা যারা মসজিদে জুমার নামায় আদায় করতে ইচ্ছুক তারা সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে এসে জুমা আদায় করতে পারেন। তখন আমি মসজিদে গিয়ে জুমার নামায আদায় করি। আমার জানার বিষয় হল, জুমার দিন যোহরের নামায আদায়ের পর জুমা আদায় করার দ্বারা আমার জুমা আদায় হয়েছে কি না?

 

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে জুমার নামাযে শরীক হওয়ার কারণে আপনার ঐ দিনের যোহরটি নফল গণ্য হয়েছে। আর জুমা ওয়াক্তের ফরয হিসেবে আদায় হয়েছে। কেননা কোনো ওজর না থাকলে মুকীমের উপর জুমা আদায় করা ফরয।

সুতরাং ওযর (সরকারি বাধা) চলে যাওয়ার কারণে যখন জুমা আদায় করা সম্ভব  হয়েছে, তখন জুমা পড়াই কর্তব্য।

-কিতাবুল আছল ১/৩০৭; আলমাবসূত, সারাখসী ২/৩২; ফাতহুল কাদীর ২/৩৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩১২; আলবাহরুর রায়েক ২/১৫২; আদ্দুররুল মুখতার ২/১৫৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন