ফয়সাল কবীর - কাশিয়ানী, গোপালগঞ্জ
৫৮০৩. প্রশ্ন
ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে আমাদের লঞ্চে করে নদী পার হতে হয়। লঞ্চে থাকা অবস্থায় নামাযের সময় হয়ে গেলে নামায আদায় করে নিই। এক্ষেত্রে প্রথমে কিবলার দিক ঠিক করে নামায শুরু করি। পরে নামায অবস্থায় কখনো লঞ্চ ঘুরতে থাকে।
মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, নামাযের মধ্যে থাকা অবস্থায় লঞ্চ ঘুরতে থাকলে আমাকেও কি সে অনুযায়ী ঘুরতে হবে, নাকি প্রথমে যে দিকে ফিরে নামায শুরু করেছিলাম সেদিকে ফিরেই নামায পূর্ণ করে নিব? সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
উত্তর
লঞ্চে কিবলার দিকে ফিরে নামায শুরু করার পর লঞ্চ ঘুরে গেলে আপনাকেও কিবলার দিকে ঘুরে যেতে হবে এবং কিবলার দিকে ফিরেই নামায সম্পন্ন করতে হবে। নামাযের মধ্যে লঞ্চ ঘুরে গেছে জানা সত্ত্বেও কেবলামুখী না হলে নামায হবে না।
-কিতাবুল আছল ১/২৬৯; বাদায়েউস সানায়ে ১/২৯১; আলমুহীতুল বুরহানী ২/৪৩২; হালবাতুল মুজাল্লী ২/৪৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৩; রদ্দুল মুহতার ২/১০১