আবুল হাসান - লালমনিরহাট
৫৮০১. প্রশ্ন
জামাতের প্রথম রাকাতে কোনো মুসল্লী এক্তেদা করলে তার জন্য সানা পড়ার বিধান জানতে চাই।
উত্তর
এক্ষেত্রে ইমামকে আস্তে কেরাত পড়া অবস্থায় পেলে মুক্তাদী সানা পড়বে আর ইমামের জোরে কেরাত পড়া অবস্থায় নামাযে শরীক হলে সানা পড়বে না।
-আয্যাখীরাতুল বুরহানিয়া ২/৫৭; ফাতাওয়া খানিয়া ১/৮৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৫; শরহুল মুনইয়া, পৃ. ৩০৪; রদ্দুল মুহতার ১/৪৮৮