ইমরান খান - চরচামটা, হযরতপুর
৫৭৯৬. প্রশ্ন
আমার স্ত্রী কিছুদিন গর্ভ ধারণ করার পর তা নষ্ট হয়ে যায়। তাই ডিএনসি করে গর্ভটি ফেলে দেওয়া হয়। তখন গর্ভটা একটা রক্তপি- ছিল মাত্র। ডিএনসি-এর পর পাঁচ দিন তার স্রাব এসেছে। জানার বিষয় হল, এই স্রাবের কী হুকুম? এই পাঁচ দিনের নামাযের কী হুকুম হবে? কারণ, সে এই পাঁচ দিন সন্দেহের কারণে নামায পড়েনি।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্ত্রীর গর্ভটি যেহেতু কেবল রক্তপিণ্ড ছিল; কোনো অঙ্গ-প্রত্যঙ্গ হয়নি, তাই ডিএনসি পরবর্তী যে স্রাব দেখা দিয়েছে তা হায়েয গণ্য হবে। অতএব এই সময় নামায না পড়া মাসআলাসম্মতই হয়েছে।
-কিতাবুল আছল ১/১৯৬; আলমুহীতুল বুরহানী ১/৪৭০; তাবয়ীনুল হাকায়েক ১/১৮৮; আলবাহরুর রায়েক ১/২১৯; হাশিয়াতুশ শিলবী আলাত্তাবয়ীন ১/১৮৮