সফর ১৪৪৪ || সেপ্টেম্বর ২০২২

মাসুম বিল্লাহ - ফুলগাজী, ফেনী

৫৭৯৫. প্রশ্ন

মুহতারাম, নাক পরিষ্কার করার সময় নাক থেকে জমাট রক্ত বের হলে কি ওযু ভাঙবে?

উত্তর

না, নাক থেকে জমাট রক্ত বের হলে ওযু ভাঙবে না। কেননা, শরীর থেকে প্রবহমান রক্ত বেরিয়ে গড়িয়ে পড়লে ওযু ভেঙে যায়। এই রক্ত যেহেতু প্রবহমান নয়; বরং জমাট রক্ত, তাই এর কারণে ওযু ভাঙবে না।

-আয্যাখীরাতুল বুরহানিয়া ১/২৯৩; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫; শরহুল মুনইয়া, পৃ. ১৩৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১১; আলবাহরুর রায়েক ১/৩৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন