মুহাররম ১৪৪৪ || আগস্ট ২০২২

রাকিবুল ইসলাম - হযরতপুর

৫৭৮১. প্রশ্ন

আমার মেজ খালা পরিবারসহ রিয়াদে থাকতেন। গত কয়েকদিন আগে তিনি স্ট্রোক করে মারা যান। খালা যখন রিয়াদে হাসপাতালে ছিলেন তখন বলেছিলেন, আমার উপর তো হজ¦ ফরয। এ বছর হজ¦ করার নিয়ত করেছিলাম, কিন্তু এখন তো জীবনের তেমন কোনো আশা নেই। তো যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে আমি নিজেই হজ¦ করব। আর যদি মারা যাই তাহলে তোমরা কেউ আমার পক্ষ থেকে হজ¦ আদায় করে দিয়ো। পরবর্তীতে আমার খালা যখন মারা যান তখন তার লাশ বাংলাদেশে এনে দাফন করা হয়। এখন জানার বিষয় হল, আমার খালার পক্ষ থেকে হজ¦ আদায় করতে হলে রিয়াদের কেউ হজ¦ আদায় করলেই চলবে, নাকি বাংলাদেশ থেকে কেউ গিয়ে আদায় করতে হবে? বিষয়টা নিয়ে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে তাই এ বিষয়ে সঠিক মাসআলা জানালে উপকৃত হব।

উত্তর

আপনার খালা যেহেতু পরিবারসহ রিয়াদে থাকতেন তাই রিয়াদ থেকে কেউ তার পক্ষ থেকে হজ¦ আদায় করলেই চলবে। বাংলাদেশ থেকে আদায় করা জরুরি নয়।

-আলমাবসূত, সারাখসী ২৭/১৭৩; বাদায়েউস সানায়ে ২/৪৭০; আলমাসালিক ফিল মানাসিক ২/৯০৫; ফাতাওয়া খানিয়া ১/৩০৭; আদ্দুররুল মুখতার ২/৬০৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন