মুহাররম ১৪৪৪ || আগস্ট ২০২২

শাহবাজ আহমদ - উত্তরা

৫৭৭৬. প্রশ্ন

আমি রমযানে সুন্নত ইতিকাফরত ছিলাম। আমি সর্বদাই ওযু অবস্থায় থাকার চেষ্টা করি। একদিন ওযু নষ্ট হয়ে গেলে ওযু করার জন্য মসজিদ থেকে বের হয়ে ওযুখানায় যাই। অথচ তৎক্ষণাৎ আমি উক্ত ওযু দ্বারা কোনো আমল করিনি। এখন আমার প্রশ্ন হল, এভাবে ওযুর জন্য বের হওয়াতে আমার ইতিকাফ ভঙ্গ হয়েছে কি?

উত্তর

ইতিকাফকারীগণ সর্বাবস্থায় যথাসাধ্য মসজিদে ওযু অবস্থায় থাকার চেষ্টা করবে। তাই ইতিকাফ অবস্থায় ওযু ভেঙ্গে গেলেই ওযু করার জন্য মসজিদ থেকে বের হওয়ার অবকাশ রয়েছে। যদিও উক্ত ওযু দ্বারা তৎক্ষণাৎ কোনো ইবাদত করা উদ্দেশ্য না হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ওযুর জন্য বের হওয়ার কারণে আপনার ইতিকাফের কোনো ক্ষতি হয়নি।

-ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪৯; আলমুগনী ৪/৪৮৪; আহকামুল কুরআন, থানভী ১/২৭০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন