মাহবুব - চাঁদপুর
৫৭৬৯. প্রশ্ন
আমাদের মসজিদের তারাবীর ইমাম সাহেব হুজুর একটু দ্রুত তারাবী পড়ান। ফলে কখনো কখনো আমি তাশাহহুদ পড়ে শেষ করার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। তেমনিভাবে অন্যান্য নামাযের প্রথম বৈঠকে কখনো কখনো আমরা মুক্তাদীরা তাশাহহুদ পড়ে শেষ করার আগেই তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। জানার বিষয় হল, এ অবস্থায় আমরা মুক্তাদীরা কি তাশাহহুদ পূর্ণ করব, নাকি তাশাহহুদ পূর্ণ না করেই ইমামের অনুসরণ করে দাঁড়িয়ে যাব বা সালাম ফিরিয়ে ফেলব?
উত্তর
মুক্তাদীর তাশাহহুদ পূর্ণ করা ওয়াজিব। তাই মুক্তাদী তাশাহহুদ পড়া শেষ করার আগেই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে বা শেষ বৈঠকে সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদী তাশাহহুদ পূর্ণ করবে। এরপর তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে কিংবা শেষ বৈঠক হলে সালাম ফিরাবে। অবশ্য এক্ষেত্রে শেষ বৈঠকে শুধু তাশাহহুদই সম্পন্ন করবে। দরুদ শরীফ, দুআয়ে মাসূরা পড়বে না।
-আয্যাখীরাতুল বুরহানিয়া ২/৫২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১০৮; আততাজনীস ওয়াল মাযীদ ২/২৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; রদ্দুল মুহতার ১/৪৯৬