সফওয়ান - ফরিদপুর
৫৭৬৫. প্রশ্ন
আমাদের এলাকায় একটি মাহফিল হয়। তাতে অনেক লোকসমাগম হয়। তাই কর্তৃপক্ষ এশার জামাত মাহফিলের মাঠেই করার সিদ্ধান্ত নেয়। সেদিন এখানে বৃষ্টি ছিল। তাই নামাযের কাতার সোজা করার সময় দেখা গেল যে, মাঠের মধ্যখানে তিনটি কাতারের মাঝামাঝি অংশে উপরে শামিয়ানা না থাকায় বৃষ্টির পানি পড়ছে। তাই লোকেরা এ কাতারগুলোর ডান পাশে ও বাম পাশে দাঁড়াতে পারলেও মাঝের অংশ খালি রেখে পেছনে গিয়ে দাঁড়ায়।
মুহতারামের কাছে জানার বিষয় হল যে, যাদের সামনে কাতারগুলোর মাঝখানের অংশ ফাঁকা ছিল তাদের নামায কি সহীহ হয়েছে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ তিন কাতারের মাঝখানের অংশ খালি থাকলেও যেহেতু পাশে কাতার মিলিত ছিল তাই খালি স্থানের পেছনে দাঁড়ানো মুসল্লীদের নামায সহীহ হয়েছে। যদিও ওজর ছাড়া এমনটি করা ঠিক নয়।
-আলমুহীতুল বুরহানী ২/১৯৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫২; ফাতাওয়া তাতারখানিয়া ১/৮৭; রদ্দুল মুহতার ১/৫৮৬