যিলহজ্ব ১৪৪৩ || জুলাই ২০২২

তানজিল হাসান - বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি

৫৭৬৩. প্রশ্ন

আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ছাত্র। আমার কয়েকজন হিন্দু ফ্রেন্ড আছে। অনেকদিন ধরে আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। কিছুদিন আগে তাদের দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আলহামদু লিল্লাহ এবং ধীরে ধীরে তারা ইসলামের সব হুকুম আহকাম পালন করা শুরু করছে। কিন্তু এখন সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হল, তারা তো ছোটবেলায় খতনা করেনি। এখন তাদের খতনার কী হুকুম হবে? তাদের কি এখন খতনা করতে হবে? এবং খতনার জন্য কি ডাক্তারের সামনে সতর খোলা জায়েয হবে?

উত্তর

খতনা একটি গুরুত্বপূর্ণ সুন্নত এবং তা ইসলামের শিআর তথা নিদর্শন। তাই আপনার বন্ধুদের খতনা করে নিতে হবে। এজন্য ডাক্তারের সামনে প্রয়োজন পরিমাণ সতর খোলাও জায়েয হবে।

-সহীহ বুখারী, হাদীস ৬২৯৭; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪৪০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৭; রদ্দুল মুহতার ৬/৩৭০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন