নাদীম - ভালুকা, মোমেনশাহী
৫৭৫৫. প্রশ্ন
আমার দুই বিঘা জমি আছে। যা আমি একজনকে এভাবে দিতে চাচ্ছি যে, সে তা চাষ করবে এবং বীজ, পানি, সার ইত্যাদির যাবতীয় খরচ সে বহন করবে। পরবর্তীতে যা ফসল হবে তা থেকে বীজ, সার ইত্যাদির খরচ বাদ দিয়ে বাকিটা উভয়ে সমান করে ভাগ করে নেব। হুজুরের কাছে জানার বিষয় হল, এভাবে চুক্তি করা জায়েয কি না?
উত্তর
বর্গা চুক্তিতে চাষীর খরচ বাদ দিয়ে বাকি ফসল ভাগাভাগির চুক্তি জায়েয নয়। বরং উৎপাদিত সকল ফসল শতকরা হারে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে চাষীর খরচ পোষাণোর জন্য তাকে বেশি অংশ দেয়ার চুক্তি করা যাবে। তবে অবশ্যই প্রত্যেকের অংশ চুক্তির সময়ই নির্ধারণ করে নিতে হবে।
-কিতাবুল আছল ৯/৫৪৬; বাদায়েউস সানায়ে ৫/২৫৮; তাবয়ীনুল হাকায়েক ৬/৩৩৬; আলবাহরুর রায়েক ৮/১৬১; রদ্দুল মুহতার ৬/২৭৬