এহসানুল হক - মিরপুর, ঢাকা
৫৭৫৪. প্রশ্ন
আমার বাবা একটি জেনারেল ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। গত কয়েকদিন আগে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তিনি ব্যাংকের চাকরি থেকে উপার্জিত অনেক টাকা রেখে যান। আমরা জানি, ব্যাংকের চাকরি থেকে উপার্জিত টাকা হারাম। জানার বিষয় হল, এখন ঐ টাকাগুলোর কী হুকুম হবে? ওয়ারিশরা কি ঐ টাকার মালিক হবে? আশা করি দ্রæত জানাবেন।
উত্তর
ব্যাংক থেকে উপার্জিত টাকা হারাম। আর হারাম সম্পদে মীরাস জারী হয় না। সুতরাং আপনার বাবা ব্যাংক থেকে যা উপার্জন করেছেন তাতে ওয়ারিশদের কোনো প্রাপ্য নেই; তা ওয়ারিশদের মাঝে বণ্টন হবে না। বরং এসব টাকা সদকা করে দিতে হবে।
-আলমুহীতুল বুরহানী ৮/৬৩; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৫৭; আদ্দুররুল মুখতার ৬/৩৮৬; রদ্দুল মুহতার ৫/৯৯