যিলহজ্ব ১৪৪৩ || জুলাই ২০২২

আহমদ - মানিকগঞ্জ

৫৭৪৮. প্রশ্ন

আমি একজন কৃষক। আমার বিশ বিঘা জমি আছে। তন্মধ্যে দশ বিঘা জমির উৎপাদন আমার পরিবার নিয়ে চলার জন্য যথেষ্ট। বাকি দশ বিঘা জমির মূল্য হিসাব করে তার অর্ধেক দ্বারাই হজ্বের কাজ সম্পন্ন করা সম্ভব। জানতে চাচ্ছি, উপরোক্ত সূরতে আমার উপর কি হজ্ব ফরয হবে?

উত্তর

হাঁ, প্রশ্নোক্ত অবস্থায় উক্ত জমির কারণে আপনার উপর হজ্ব ফরয। কেননা, আপনার হজ্বের খরচ পরিমাণ প্রয়োজন অতিরিক্ত সম্পদ আছে। আর হজ্ব ফরয হওয়ার জন্য নদগ টাকা থাকা জরুরি নয়।

-উয়ূনুল মাসাইল, পৃ. ৪৩; বাদায়েউস সানায়ে ২/২৯৭; ফাতাওয়া খানিয়া ১/২৮২; আলবাহরুর রায়েক ২/৩১৩; রদ্দুল মুহতার ২/৪৬২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন