যিলহজ্ব ১৪৪৩ || জুলাই ২০২২

সাওবান - আলফাডাঙ্গা, ফরিদপুর

৫৭৪৫. প্রশ্ন

আমি গত রমযানে আমাদের মহল্লার মসজিদে ইতিকাফ করি। এ মসজিদের পাশেই বড় একটি মুদি দোকান আছে। আমার বাসায় মুদি দোকানের কোনো কিছুর প্রয়োজন হলে ফোনে আমাকে জানাতো। যেহেতু ইতিকাফে থাকার কারণে আমি নিজে দোকান থেকে কোনো কিছু ক্রয় করে নিয়ে যেতে পারতাম না, তাই ওই মুদি দোকানের মালিক যখন মসজিদে নামায পড়তে আসতো তখন আমি বাসার প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা তাকে দিতাম এবং সাথে টাকাও পরিশোধ করে দিতাম। পরে ওই লোক দোকানে গিয়ে কারো মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র আমার বাসায় পাঠিয়ে দিত।

মুহতারামের কাছে জানার বিষয় হল, ইতিকাফ অবস্থায় এভাবে বাসার প্রয়োজনীয় জিনিস ক্রয় করার কারণে ইতিকাফের কি কোনো ক্ষতি হয়েছে?

উত্তর

না, ইতিকাফ অবস্থায় এভাবে বাসার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের কারণে আপনার ইতিকাফের কোনো ক্ষতি হয়নি। কেননা, ইতিকাফকারীর জন্য মসজিদে পণ্য উপস্থিত না করার শর্তে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার অনুমতি আছে।

-কিতাবুল আছল ২/১৮৫; শরহু মুখতাসারিত তাহাবী ২/৪৭১বাদায়েউস সানায়ে ২/২৮৭; আলইখতিয়ার ১/৪২৯; আযযাখীরাতুল বুরহানিয়া ৩/১২০; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৭৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন