যিলহজ্ব ১৪৪৩ || জুলাই ২০২২

আহমাদ আফীফ - পাবনা

৫৭৪০. প্রশ্ন

গত রমযানের শেষের দিকে আমার পুত্র সন্তান জন্ম লাভ করে। বিভিন্ন কারণে তার সদকাতুল ফিতর আদায় করতে ভুলে যাই। এতদিন পর তার পক্ষ থেকে কি সদকাতুল ফিতর আদায় করতে হবে?

উত্তর

হাঁ, আপনার পুত্র সন্তানের পক্ষ থেকে উক্ত সদকাতুল ফিতর আদায় করতে হবে। কেননা, সদকাতুল ফিতর সময়মত আদায় করা না হলে বিলম্বে হলেও তা আদায় করা আবশ্যক থাকে।

-কিতাবুল আছল ২/২০৫; শরহু মুখতাসারিত তাহাবী ২/৩৫০; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ১৩৮; বাদায়েউস সানায়ে ২/২০৭ ফাতহুল কাদীর ২/২৩২; রদ্দুল মুহতার ২/৩৫৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন