নাবিল মাসরুর - ফেনী
৫৭৩৮. প্রশ্ন
আমি একজন ফার্নিচার ব্যবসায়ী। আমার বাসায় প্রায় নতুন দুই সেট সোফা ছিল। সেগুলো বাসায় ব্যবহারের জন্য কেনা হয়েছিল। কয়েকদিন আগে সেখান থেকে এক সেট সোফা বিক্রির জন্য দোকানে নিয়ে আসি। সেগুলো এখনো দোকানেই আছে। আর এই মাসে আমার যাকাতবর্ষ পূর্ণ হবে।
মুহতারাম মুফতী সাহেবের নিকট জানতে চাই, এখন আমার যাকাতের হিসাবের মধ্যে কি এই সোফাগুলোও গণ্য হবে?
উত্তর
ব্যবহারের জন্য নির্ধারিত জিনিস বিক্রির নিয়ত করলেও তার উপর যাকাত আসে না। বরং তা বিক্রি করার পর যাকাতবর্ষ শেষে বিক্রিলব্ধ টাকা থেকে যা থাকবে এর যাকাত দিতে হবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার সোফাগুলোর জন্য এখন যাকাত দিতে হবে না।
-আলজামেউস সগীর, পৃ. ১২২; শরহু মুখতাসারিত তাহাবী ২/৩৩৯; আলহাবিল কুদসী ১/২৭৩; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৩৭; আননাহরুল ফায়েক ১/৪১৭; রদ্দুল মুহতার ২/২৭২