আবদুস সামাদ - আত্রাই, নওগাঁ
৫৭৩৬. প্রশ্ন
আমার নানা তার ইনতিকালের পূর্বে অসিয়ত করেন যে, তার বড় মেয়ের ছেলে তার জানাযার নামায পড়াবে। কিন্তু ইনতিকালের সময় অসিয়তকৃত উক্ত ব্যক্তি দূরবর্তী শহরে ছিল। তাই পরিবারের লোকজন একটু দেরিতে জানাযার নামাযের সময় নির্ধারণ করেন। কিন্তু তারপরেও উক্ত ব্যক্তি নির্ধারিত সময়ের আরো তিন-চার ঘণ্টা পরে জানাযার স্থলে উপস্থিত হন। এতে উপস্থিত আত্মীয়-স্বজন ও মুসল্লীদের অনেক কষ্ট হয়। এখন মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, মৃত ব্যক্তি কাউকে জানাযার নামায পড়ানোর অসিয়ত করে গেলে অভিভাবকদের জন্য তা পালন করা কি জরুরি? প্রশ্নোক্ত ক্ষেত্রে অসিয়তকৃত ব্যক্তির জন্য দেরি করে অন্যদেরকে কষ্ট দেওয়া সহীহ হয়েছে কি? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
মৃতব্যক্তি কারো জন্য জানাযার নামাযের ইমামতির অসিয়ত করে গেলে অভিভাবকদের জন্য তা পালন করা আবশ্যক নয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে অসিয়তকৃত ব্যক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে উপস্থিত মুসল্লীদেরকে কষ্ট দেওয়া ঠিক হয়নি।
প্রকাশ থাকে যে, জানাযার ইমামতির জন্য অসিয়তকৃত ব্যক্তি যদি উপস্থিত থাকেন এবং তিনি ইমামতির যোগ্য হন এবং স্থানীয় ইমাম ও মৃতের ওলী অর্থাৎ অভিভাবকগণও তাঁকে ইমামতির জন্য বলেন। তাহলে তিনি জানাযার নামাযের ইমামতি করতে পারবেন।
-উয়ূনুল মাসাইল, পৃ. ৩১; আলমুহীতুল বুরহানী ৩/১১০; খুলাসাতুল ফাতাওয়া ৪/২৩৭; ফাতহুল কাদীর ২/৮৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৯০; রদ্দুল মুহতার ২/২২১