মুহাম্মাদ আবদুল্লাহ - হযরতপুর, কেরাণীগঞ্জ, ঢাকা
৫৭৩২. প্রশ্ন
আমি হযরতপুর ইউনিয়নের বৌনাকান্দি গ্রামের একটি মসজিদের মুআযযিন। প্রতি দুই মাস পর পর আমার দেশের বাড়ি কুমিল্লা যাই। বাড়িতে কয়েক দিন থেকে আবার চলে আসি। আমি জানতে চাই, সফরে বের হওয়ার পর আমি কোন্ জায়গা থেকে মুসাফির গণ্য হব? একজন আলেম আমাকে বলেন, আমি ওই ইউনিয়নের বৌনাকান্দি গ্রামের পাশের গ্রাম ইটাভাড়া থেকেই মুসাফির গণ্য হব এবং ইটাভাড়া থেকে নামাযের কসর করতে পারব। তাঁর কথা কি ঠিক?
উত্তর
হাঁ, ঐ আলেম ঠিকই বলেছেন, আপনি বৌনাকান্দি গ্রামের সীমানা অতিক্রম করে গেলেই মুসাফিরের নামায পড়তে পারবেন। কেননা, ৭৮ কিলোমিটার (৪৮ মাইল) বা তার বেশি অতিক্রম করার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিজ গ্রাম বা শহর অতিক্রম করার পর থেকেই মুসফিরের বিধান আরোপিত হয়। তাই ইটাভাড়া থেকে আপনি মুসাফির গণ্য হবেন।
-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৪৩২৩; কিতাবুল আছল ১/২৩১; বাদায়েউস সানায়ে ১/২৬৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৮; ফাতহুল কাদীর ২/৮; হালবাতুল মুজাল্লী ২/৫২৩