যিলহজ্ব ১৪৪৩ || জুলাই ২০২২

আলআমীন - মৌলভীবাজার

৫৭৩০. প্রশ্ন

নামাযের শেষ বৈঠকে কেউ ভুলে দুইবার তাশাহহুদ পড়ে ফেললে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে কি?

উত্তর

না, শেষ বৈঠকে তাশাহহুদ দুইবার পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে না। তবে তাশাহহুদ একবার পড়াই নিয়ম। তাই ইচ্ছাকৃতভাবে এমনটি করবে না। ভুলে হলে অসুবিধা নেই।

-আততাজনীস ওয়াল মাযীদ ২/১৪৪; আযযাখীরাতুল বুরহানিয়া ২/২৫৬; ফাতহুল কাদীর ১/৪৩৯; শরহুল মুনইয়া, পৃ. ৪৬০; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন