যিলহজ্ব ১৪৪৩ || জুলাই ২০২২

হাসান জামীল - ভোলা

৫৭২৯. প্রশ্ন

আমি অনেক সময় শেষ বৈঠকে তাশাহহুদের পর সাহু সিজদা করতে ভুলে যাই। কখনো দরূদ শরীফ পাঠ করার পর আবার কখনো দুআয়ে মাসুরা পড়ার পর সালাম ফেরানোর সময় মনে হয় যে আমার উপর তো সাহু সিজদা ওয়াজিব ছিল! তখন সাথে সাথে সাহু সিজদা আদায় করে স্বাভাবিকভাবে নামায শেষ করি।

এখন আমি জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী? আমি যা করে থাকি তা কি সঠিক? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

সাহু সিজদা করতে ভুলে গেলে সালাম ফেরানোর আগে স্মরণ হলে সাথে সাথে এক দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা করে নেবে। আর সালামের পর স্মরণ হলে নামায-পরিপন্থী কোনো কাজ না করে থাকলে সরাসরি সাহু সিজদা করে নেবে। এক্ষেত্রে ভিন্ন করে সালাম ফেরাতে হবে না।

প্রকাশ থাকে যে, নামাযে প্রায় ভুল হওয়া উদাসীনতার লক্ষণ। আর নামাযে উদাসীনতা খুবই অপছন্দনীয়। তাই সামনে থেকে মনোযোগের সাথে নামায আদায় করার চেষ্টা করবেন।

-মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ৪৫১৪; কিতাবুল আছল ১/২০০; বাদায়েউস সানায়ে ১/৪২০; হালবাতুল মুজাল্লী ২/৪৫৮; আদ্দুররুল মুখতার ২/৯১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন