যিলহজ্ব ১৪৪৩ || জুলাই ২০২২

মুহিউদ্দীন - কুমিল্লা

৫৭২৬. প্রশ্ন

আমি কয়েকদিন আগে ওয়াজ শুনতে এক মাহফিলে যাই। সেখানে সবার সঙ্গে এশার নামায জামাতে আদায় করি। সবাই যখন এশার সুন্নত ও বিতির পড়ে পুনরায় ওয়াজ শুনতে বসে তখন এক ব্যক্তি এলান করে, এশার নামাযটি কোনো কারণবশত সঠিকভাবে আদায় হয়নি; পুনরায় পড়তে হবে। তাই দ্বিতীয়বার জামাত হবে। ঐ ব্যক্তি এলানে এটাও বলে, আমরা যারা এশার সুন্নত ও বিতির পড়ে ফেলেছি তারা শুধু সুন্নত পুনরায় পড়ে নিলে চলবে। বিতির পুনরায় পড়তে হবে না। মুহতারামের নিকট জানতে চাই, ঐ ব্যক্তির কথা কি সঠিক যে, যারা বিতির পড়ে ফেলেছেন তারা পুনরায় বিতির পড়তে হবে না?

উত্তর

হাঁ, ঐ ব্যক্তি ঠিকই বলেছে। এশা ও বিতির নামায আদায়ের পর এশার নামায ফাসেদ হয়ে গেছে জানা গেলে শুধু এশার ফরয ও সুন্নত পড়ে নিলেই হবে। বিতির পুনরায় পড়তে হবে না।

-কিতাবুল আছল ১/১২৫; খিযানাতুল আকমাল ১/৪৪; মুখতারাতুন নাওয়াযিল ১/৩২৮; আলমুহীতুল বুরহানী ২/৩৫৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১১০; রদ্দুল মুহতার ২/৬৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন