মোসাম্মাৎ পুতুল - মাদ্রাসা আলিয়া, যশোর
৯০৫. প্রশ্ন
যে কামরায় শিশু ভূমিষ্ঠ হয় সেখানে নাপাকী থাকে এবং শিশুর মা অবস্থান করে। শুনেছি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর ওই স্থান নাকি ৪০ দিন পর্যন্ত নাপাক থাকে। এ কথা কি ঠিক? ওই কামরায় প্রলেপ দেওয়ার আগে কি নামায পড়া যাবে? জানালে উপকৃত হব।
উত্তর
‘সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঘর বা স্থান ৪০ দিন পর্যন্ত নাপাক থাকে’ এ ধারণা ভুল। ঘরের যে অংশে নাপাক লেগে রয়েছে ওই অংশ পবিত্র করার আগে সেখানে নামায পড়া যাবে না। এছাড়া ঘরের অন্যস্থান, যেখানে কোনো নাপাকী লেগে নেই সেখানে নামায আদায় করতে অসুবিধা নেই। তদ্রƒপ নাপাক স্থানকে পবিত্র করে নিলে সেখানেও নামায আদায় করা যাবে। এ জন্য কালক্ষেপন করতে হবে না।
আপনার প্রশ্নের উত্তরের পর আরেকটি প্রয়োজনীয় কথা হল, হাদীস শরীফে মুসলমানদের নামের ব্যাপারে খুব সুন্দর নীতিমালা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাল নাম রাখার নির্দেশ দিয়েছেন এবং অসুন্দর নাম পরিবর্তন করে দিতেন। এদিকে আমাদের সকলেরই দৃষ্টি দেওয়া প্রয়োজন।
মনে রাখবেন, কিয়ামতের দিন কিন্তু সকলকে তার নাম ধরেই আল্লাহর দরবারে ডাকা হবে।