মুহাররম ১৪২৮ || ফেব্রুয়ারি ২০০৭

মাহমুদুল কবীর - গাজির হাট, সাভার, ঢাকা

৮৯২. প্রশ্ন

কোনো ইসলামী ব্যাংক যদি জমির দলিল বন্ধকস্বরূপ নিয়ে ওই জমিতে ফ্ল্যাটবাড়ি নির্মাণ করে কিস্তিতে পরিশোধের শর্তে বাড়িটি জমির মালিককে হস্তান্তর করে, তবে এটা বৈধ হবে কি না? উল্লেখ্য, বন্ধক নেওয়ার অর্থ হল, কিস্তি পরিশোধে অপারগ হলে জমির মালিকানা ব্যাংক নিয়েও নিতে পারে অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত নিজস্ব তত্ত্বাবধানে রেখে ভাড়া দিয়ে প্রাপ্য টাকা আদায় হওয়ার পর মালিককে পুনরায় হস্তান্তরও করতে পারে।

উত্তর

বাইয়ে মুআজ্জাল’ -বিনিয়োগের বিপরীতে বন্ধক গ্রহণ করা জায়েয আছে। তবে কোনো ব্যাংকের এ ধরনের বিনিয়োগ শরীয়তসম্মত কিনা তা কেবল সংশ্লিষ্ট চুক্তিপত্রের বিস্তারিত শর্তাবলি শরীয়তসিদ্ধ এবং বাস্তবে তা পলিত হয় কি না সে সর্ম্পকে অবগত হওয়ার পরই বলা সম্ভব।

-বাদায়েউস সানায়ে ৫/২০৬-২০৭ আলবাহরুর রায়েক ৮/২৩২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন