যিলহজ্ব ১৪২৭ || জানুয়ারি ২০০৭

মুহাম্মাদ আবু সাঈদ (মাসুম) - সোনাগাজী, ফেনী

৯৫৭. প্রশ্ন

জুমার নামাযের আগে ইমাম সাহেব বাংলায় বয়ান করতে পারবেন কি? আমাদের এলাকার মসজিদে বয়ান করার জন্য একজন আলেম রাখা হয়েছে। তিনি জুমার নামাযও পড়ান। অধিকাংশ মুসল্লী চান প্রতি জুমাতে বয়ান হোক, আবার কেউ কেউ একেবারেই বয়ান না করার পক্ষে। তারা বলেন, জুমার আগে বয়ান করা নাকি বিদআত। এ বিষয়ে সঠিক সমাধান জানানোর অনুরোধ করছি।

উত্তর

জুমার খুতবার আগে মাতৃভাষায় ওয়াজ নসীহত করা জায়েয। হযরত আবু হুরায়রা রা. খুতবার আগে সমবেত মুসল্লীদের হাদীস শোনাতেন। আর হযরত উমর রা.-এর যুগে হযরত তামীম দারী রা. ও জুমার দিন ওয়াজ করতেন বলে প্রামাণিত আছে।

-মুসনাদে আহমাদ ৩/৪৪৯; মুসতাদরাকে হাকেম ১/৬০; আল মাওয়ায়িযু ওয়াল ইতিবার ৩/১৯৯; ইকামাতুল হুজ্জাহ ৩২; ফাতাওয়া রহীমিয়া ১/১৬২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন