যিলহজ্ব ১৪২৭ || জানুয়ারি ২০০৭

মুহাম্মাদ মুহিউদ্দীন - জোড়খালী, গোশাইবাড়ী, বগুড়া

৯৪৭. প্রশ্ন

বাচ্চাদেরকে খতনা করানোর সময় কত বছর পর্যন্ত?

উত্তর

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত যেকোন সময় খতনা করানো যেতে পারে। ফিকাহবিদদের ভাষ্য মতে সাত কিংবা দশ বছরের ভেতরেই খতনা করানো ভাল। এর চেয়ে অধিক বিলম্ব না করা উচিত। তবে যদি কোন কারণে বালেগ হওয়ার আগে কারো খতনা না করা হয় তবে বালেগ হওয়ার পরও খতনা করানো জরুরি।

-সহীহ বুখারী ২/৯৩৩; তবারানী আওসাত ১/৩৩৪; মাজমাউয যাওয়ায়েদ ৪/৯৫; ফাতহুল বারী ১০/৩৫৫; তুহফাতুল মাওদূদ বি আহকামিল মাওলূদ ১৪৮; আদ্দুররুল মুখতার ৬/৭৫১; আলবাহরুর রায়েক ৮/৪৮৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন