যিলকদ ১৪৪৩ || জুন ২০২২

আবদুর রহমান - ডেমরা, ঢাকা

৫৭২২. প্রশ্ন

এ বছর আমরা বগুড়া থেকে কুরবানীর উদ্দেশ্যে একটি গরু কিনেছিলাম। গরুটি ঢাকায় নিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় ট্রাক থেকে পড়ে যায়। ফলে গরুটির শিং ভেঙে যায়। আমি মুহতারামের নিকট জানতে চাচ্ছি যে, এখন আমি এই গরুটি দ্বারা কুরবানী করতে পারব কি না?

 

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে গরুটির শিং যদি একেবারে গোড়া থেকে ভেঙে গিয়ে থাকে, যার দ্বারা মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই পশু দ্বারা কুরবানী করা সহীহ হবে না। কিন্তু যদি মস্তিষ্ক বিকৃত না হয় অথবা শিং গোড়া থেকে না ভেঙে থাকে তাহলে গরুটির কুরবানী সহীহ হবে।

-মুসনাদে আহমাদ, হাদীস ৭৩৪; মাবসূত, সারাখসী ১২/১১; বাদায়েউস সানায়ে ৪/২১৬; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২০; আলবাহরুর রায়েক ৮/১৭৬; ফাতহুল কাদীর ৮/৪; রদ্দুল মুহতার ৬/৩২৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন