হাসানুর রহমান - অস্ট্রেলিয়া
৫৭২১. প্রশ্ন
আমি অস্ট্রেলিয়া থাকি। এ বছর বাংলাদেশে আমার এক আত্মীয়কে আমার পক্ষ থেকে কুরবানী করে দিতে বলি এবং টাকাও পাঠিয়ে দিই। কথামতো সে বাংলাদেশে ঈদের প্রথম দিনে অর্থাৎ যিলহজে¦র দশ তারিখে আমার পক্ষ থেকে কুরবানী করে দেয়। তখন আমাদের দেশে যিলহজে¦র নয় তারিখ ছিল।
আমার জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে কি আমার কুরবানী আদায় হয়েছে?
উত্তর
কুরবানী যে স্থানে করা হয় ঐ স্থানের সময়ই ধর্তব্য হয়। সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় বাংলাদেশে যেহেতু তখন কুরবানীর সময় ছিল তাই উক্ত কুরবানী যথাযথভাবে আদায় হয়ে গেছে।
-আলমাবসূত, সারাখসী ১২/১৯; শরহু মুখতাসারিত তাহাবী ৭/৩৩৬; বাদায়েউস সানায়ে ৪/২১৩; ফাতাওয়া খানিয়া ৩/৩৪৫; আলমুহীতুল বুরহানী ৮/৪৬৪