মাহমুদ - যাত্রাবাড়ি, ঢাকা
৫৭২০. প্রশ্ন
আইনজীবীদের উপার্জন হালাল কি না? ফৌজদারী মামলার আয় বৈধ আর দেওয়ানী মামলার আয় অবৈধ- এমন কোনো মতামত আছে কি না?
উত্তর
ওকালতি পেশার মধ্যে বৈধ-অবৈধ দুদিকই রয়েছে। মজলুম ও অধিকার বঞ্চিত ব্যক্তিকে সাহায্য করা, তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার পক্ষে মেধা, শ্রম ও প্রচেষ্টা ব্যয় করা নিঃসন্দেহে ভালো কাজ। তাই ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বৈধ ও শরীয়তের নীতিমালা রক্ষা করে ওকালতি পেশার কাজ জায়েয আছে। এ পেশা গ্রহণের পূর্বে যে বিষয়গুলো নিশ্চিত করতে হবে তা হল-
ক. সত্য ও ন্যায়ের উপর দৃঢ়পদ থাকার ব্যাপারে নিজের প্রতি আস্থাশীল হতে হবে।
খ. কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন বা মামলার পক্ষে লড়া যাবে না
গ. মিথ্যা, অসত্যের আশ্রয় নেয়া যাবে না। এমনকি ন্যায়ের পক্ষে লড়তে গিয়েও নয়।
ঘ. উৎকোচ ও ঘুষ গ্রহণ করা যাবে না।
ঙ. জালিম ও অত্যাচারীর পক্ষে লড়া যাবে না।
এ সকল বিষয় লক্ষ রেখে বৈধভাবে যদি কোনো মামলা পরিচালনা করে এবং তাতে চেষ্টা-শ্রম ব্যয় করে তাহলে এর ন্যায্য পারিশ্রমিক গ্রহণ করা জায়েয আছে। অনুরূপ উপরোক্ত শর্তাবলির প্রতি লক্ষ রেখে দেওয়ানী ও ফৌজদারী মামলাতেও সংশ্লিষ্ট হওয়া যাবে।
-সূরা নিসা (৪) : ১০৫, ১০৭; সূরা মায়েদা (৫) : ২; আহকামুল কুরআন, জাসসাস ২/৩৪৯; তাফসীরে তাবারী ৯/১৭৬; রুহুল মাআনী ৩/২৩০; আলমাবসূত, সারাখসী ১৯/৪