আবদুল আওয়াল - যশোর
৫৭১৬. প্রশ্ন
আমি আমার খালাতো ভাইকে ৫ লক্ষ টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করতে বলি। তার সাথে এভাবে চুক্তি করি যে, বছর শেষে লাভ-লোকসান হিসাব করে যা লাভ হবে তার ৪৫% আমি নেব আর ৫৫% তুমি নেবে। আর যেহেতু সংসার চালানোর জন্য তোমার টাকা প্রয়োজন তাই প্রতি মাসে তুমি ৮০০০/- টাকা বেতন হিসাবে নেবে। এভাবে আমরা ব্যবসা শুরু করব। এমন সময় একজন বলল, আমার খালাতো ভাইয়ের জন্য প্রতি মাসে ৮০০০/- বেতন নির্ধারণের কারণে নাকি আমাদের ব্যবসা-চুক্তি শরীয়তসম্মত হয়নি। তাই জানার বিষয় হল, আমাদের ব্যবসা-চুক্তি বাস্তবেই কি শরীয়তসম্মত হয়নি? বিষয়টির সমাধান জানিয়ে বাধিত করবেন।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য ৪৫% আর আপনার খালাতো ভাইয়ের জন্য ৫৫% লভ্যাংশ নির্ধারণ করার চুক্তি সহীহ হয়েছে। কিন্তু আপনার খালাতো ভাইয়ের জন্য মাসিক বেতন ধার্য করা সহীহ হয়নি। কারণ এক পক্ষের পুঁজি আর অপর পক্ষের শ্রম আছে এমন কারবারে কোনো পক্ষের জন্য নির্ধারিত কিছুর শর্ত করা জায়েয নয়। তবে এ কারণে আপনাদের মূল চুক্তিটি ফাসেদ হয়ে যায়নি। সুতরাং প্রশ্নোক্ত চুক্তি অনুযায়ী ব্যবসা করলে আপনার খালাতো ভাই তার শ্রমের বিনিময়ে শুধু ধার্যকৃত লভ্যাংশই পাবে। মাসিক ৮০০০/- টাকা করে বেতন পাবে না।
-বাদায়েউস সানায়ে ৫/১১৯; আলমুহীতুল বুরহানী ১৮/১২৭; ফাতাওয়া বাযযাযিয়া ১/৭৭; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৩৯৬; ফাতাওয়া হিন্দিয়া ৪/২৮৭