আলতাফ হুসাইন - বরগুনা
৫৭১৩. প্রশ্ন
যার সম্পূর্ণ উপার্জন হারাম তার কাছে কোনো ব্যবসায়িক পণ্য বা অন্য কোনো সম্পদ বিক্রি করা বৈধ হবে কি না?
উত্তর
যার সমুদয় উপার্জন হারাম এবং তার নিকট পণ্য বিক্রি করা হলে সে হারাম থেকেই তা পরিশোধ করবে বলে জানা যায় তাহলে তার নিকট পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে। হাঁ, ক্রেতা যদি হালাল মাধ্যম থেকে মূল্য পরিশোধ করছে বলে অবহিত করে তাহলে তার নিকট পণ্য বিক্রি করতে অসুবিধা নেই।
-জামেউল উলূমি ওয়াল হিকাম ১/২০৮; আলমুহীতুল বুরহানী ১০/৩৭০; গামযু উয়ূনিল বাছাইর ২/২২৭; রদ্দুল মুহতার ৫/৯৮