খাইরুল ইসলাম - পঞ্চগড়
৫৭১১. প্রশ্ন
দুইজন মিলে একটি গাড়ি ক্রয় করল এক লক্ষ টাকায়। কিন্তু এতে একজনের পঞ্চাশ হাজার টাকা হালাল আর আরেকজনের পঞ্চাশ হাজার টাকা হারাম। এখন এমন গাড়ী কারো কাছে ভাড়া দিল মাসিক দশ হাজার টাকা চুক্তিতে। এই ভাড়ার টাকা দুইজনে সমানভাবে ভাগ করে নেবে। এভাবে গাড়ী অথবা দোকান ক্রয় করে ভাড়ার মাধ্যমে লভ্যাংশ অর্জন করা বৈধ হবে কি না?
উত্তর
যৌথ কারবার শুরু করার পূর্বেই যদি শরীকের ব্যাপারে জানা থাকে যে, তার উপার্জন অবৈধ ও হারাম এবং যে টাকা সে বিনিয়োগ করবে তা হারাম উপার্জন থেকেই করবে তাহলে জেনেশুনে এ ব্যক্তিকে ব্যবসায় শরীক নেয়া যাবে না। কারণ নিজের অংশ হালাল হলেও যেহেতু কারবারটি যৌথ তাই শরীকের অংশ হারাম হওয়ার কারণে অর্জিত মুনাফার মধ্যে হারামের কুপ্রভাব থাকে। উপরন্তু এ ধরনের উপার্জন বরকতপূর্ণও হয় না। তাই এ ধরনের শরীকের সাথে ব্যবসা-বাণিজ্য এবং কারবার করা থেকে বিরত থাকা কর্তব্য। কিন্তু পূর্বে থেকে যদি তা জানা না থাকে, বরং যৌথ মালিকানার ভিত্তিতে গাড়ী ক্রয় করার পর জানা গেল অংশীদারের টাকা হারাম, তাহলে শরীকের বিনিয়োগকৃত টাকা অবৈধ হলেও ঐ গাড়ী থেকে ভাড়া খাটিয়ে মুনাফা অর্জিত হলে যে শরীকের অর্থ হালাল তার অংশের মুনাফা বৈধ হবে।
-গামযু উয়ূনিল বাছাইর ২/২২৭