হারিস আহমাদ - নরসিংদী
৫৭০৮. প্রশ্ন
হালাল-হারাম মির্শ্রিত (কমবেশি যাইহোক) এমন মাল যদি নেসাব পরিামাণ হয় এবং যাকাতবর্ষ অতিক্রম করে তবে এমন মালের যাকাতের হুকুম কী? আর যাদের আয় সম্পূর্ণ হারাম এমন আয় যদি নেসাব পরিমাণ হয় তার যাকাতের হুকুম কী?
উত্তর
যাকাত হালাল মালের উপর আসে। হারাম মালের যাকাত হয় না। হারাম মালের ক্ষেত্রে শরীয়তের বিধান হল, যদি উক্ত মালের প্রকৃত মালিক জানা থাকে তাহলে তাকে তা ফেরত দেয়া জরুরি। আর মালিক জানা না থাকলে হারাম মাল পুরোটাই গরীব-মিসকীনকে সওয়াবের নিয়ত ব্যতীত সদকা করে দিতে হবে। তাই হালাল হারাম মিশ্রিত মালের ক্ষেত্রে কর্তব্য হল, হারাম মালের পরিমাণ নির্ণয় করে তা মালিক জানা থাকলে মালিককে ফেরত দেয়া। আর মালিক জানা না থাকলে তা গরীবকে সদকা করে দেয়া। এবং হালাল অংশের ২.৫% যাকাত দেয়া। আর যদি হালাল হারাম মিশ্রিত মালের মধ্যে হারামের পরিমাণ নির্ণয় করা সম্ভব না হয় সেক্ষেত্রে যাকাতযোগ্য সমুদয় সম্পদের বর্ষ শেষে যাকাত দিয়ে দেবে আর প্রবল ধারণা করে হারাম নির্ণয় করার চেষ্টা করবে এবং সে অনুযায়ী হারাম মাল সদকা করে দেবে।
-ফাতহুল কাদীর ৩/৪৬৩; মিনহাতুল খালিক ২/২২১; রদ্দুল মুহতার ২/২৯১