মুনির হুসাইন - ভোলা
৫৬৭৩. প্রশ্ন
একাধিক ব্যক্তি মিলে মৃতের পক্ষ থেকে একটি ছাগল বা গরুর এক সপ্তমাংশ দ্বারা নফল কুরবানী করলে তা কি জায়েয হবে? যেমন চার ভাই মিলে একটি ছাগল কুরবানী করল বা ২০-৩০ জন মিলে গরুর এক সপ্তামাংশ দ্বারা কুরবানী করল। এভাবে কুরবানী করা কি জায়েয? একটি বাংলা বইয়ে আছে- কয়েকজন মিলে একটি ছাগল বা গরুর এক সপ্তমাংশে শরীক হয়ে ঈসালে সাওয়াবের জন্য কুরবানী করলে তা জায়েয আছে। এমনকি ৪০ জন বা ১০০ জন মিলেও এমন কুরবানী করা জায়েয। এ বিষয়ে সঠিক মাসআলা জানতে চাই।
উত্তর
একটি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা কেবল একজনের কুরবানী করা জায়েয। কয়েকজন মিলে যদি এমন একটি প্রাণী কুরবানী দেয় তাহলে তা সহীহ হবে না। তদ্রূপ উট, গরু বা মহিষের এক সপ্তমাংশেও কয়েকজন মিলে একটি অংশ কুরবানী করা জায়েয নয়।
উল্লেখ্য, একাধিক ব্যক্তি মিলে একটি ছাগল বা গরুর এক সপ্তমাংশ কুরবানী করতে চাইলে এর সঠিক পন্থা হল, সকলে মিলে নিজেদের টাকাগুলো একত্র করে কোনো একজনকে এর মালিক বানিয়ে দেবে। অতঃপর ঐ ব্যক্তি তাদের উদ্দিষ্ট মৃতের পক্ষ থেকে অথবা যে কোনো জনের পক্ষ থেকে তা কুরবানী করবে। এক্ষেত্রে গোশতের মালিক হবে সে ব্যক্তি। সে তা নিজেও নিতে পারবে। অন্যদেরও দিতে পারবে এবং দান-সদকাও করতে পারবে।
-মাবসূত, সারাখসী ১২/১২; বাদায়েউস সানায়ে ৪/২০৬; আলমুহীতুল বুরহানী ৮/৪৭৭; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২২; ফাতাওয়া খানিয়া ৩/৩৫২; ইমদাদুল মুফতীন, পৃ. ৭৯৪