মামুনুর রশীদ - বাড্ডা
৫৬৭০. প্রশ্ন
আমার এক আত্মীয় বিদেশে থাকে। ঈদের পর দেশে আসার সময় তাকে বলেছিলাম, একটা আইফোন ফাইভ নিয়ে আসতে। তো সে ফোনটা কিনে আমাকে জানায় এবং সে এ কথাও বলে যে, তুমি অনুমতি দিলে মোবাইলের প্যাকেট খুলে দেখব। আমি বললাম, দেখো তবে খেয়াল রেখ, যেন নষ্ট না হয়। সে দেখেছে ভালো কথা, কিন্তু ফোনটা দেশে আনার সময় ভুলে ফোনটা প্যাকেটে না ভরে নিজের হাতব্যাগে করে নিয়ে এসেছে। প্যাকেটটা রেখেছে বড় ব্যাগে অন্যান্য জিনিসপত্রের সাথে। দেশে আসার পর বিমানবন্দর থেকে যখন বাসায় ফিরছিল তখন হাত ব্যাগটা বড় ব্যাগগুলোর নীচে চাপা পড়ে স্ক্রীনে খুব কঠিন একটা দাগ পড়েছে। এখন আমি তাকে ক্ষতিপূরণ দিতে বলছি, কিন্তু সে এতে রাজি হচ্ছে না। জানার বিষয় হল, এক্ষেত্রে কি সে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়?
উত্তর
প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী আপনার আত্মীয় যেহেতু মোবাইলটি প্যাকেট থেকে বের করার পর তাতে আর রাখেনি বরং খোলা অবস্থায় নিয়ে এসেছে, সুতরাং এ কারণে দাগ পড়লে অথবা মোবাইলে অন্য কোনো ক্ষতি হলে তার থেকে ক্ষতিপূরণ নেয়া জায়েয হবে।
-বাদায়েউস সানায়ে ৫/৩৮; মুখতারাতুন নাওয়াযেল ৩/১১৭; আলবাহরুর রায়েক ৭/১৪১; ফাতাওয়া হিন্দিয়া ৩/৫৬৭; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, মাদ্দাহ, ৭৮২, ৭৮৭; দুরারুল হুক্কাম শরহুল মাজাল্লাহ ২/২৭১