শাবান-রমযান ১৪৪৩ || মার্চ-এপ্রিল ২০২২

মশিউর রহমান - রাজশাহী

৫৬৬৭. প্রশ্ন

আমাদের এলাকায় ক্ষেতে কাজ করার জন্য দিন মজুরদের সঙ্গে এভাবে চুক্তি করা হয় যে, তারা যদি মালিকের বাড়িতে সকাল ও দুপুর দুই বেলা খাবার খায় তাহলে তাদের পারিশ্রমিক দিন প্রতি ৫৫০ টাকা। আর যদি খাবার না খায় তাহলে ৬০০ টাকা। আর খাবার খাওয়ানোর ক্ষেত্রে কী খাবার দেয়া হবে তা নির্ধারিত থাকে না; বরং প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করে। জানার বিষয় হল, এভাবে খাবার খাইয়ে পারিশ্রমিক দেওয়া জায়েয কি না?

উত্তর

খাবার খাওয়ানোও পারিশ্রমিকের অন্তভুর্ক্ত হতে পারে। সুতরাং আপনাদের এলাকার প্রচলন অনুযায়ী উপরোক্ত উভয় পদ্ধতিই বৈধ আছে।

উল্লেখ্য, এক্ষেত্রে খাবারের ধরন পূর্ব থেকে নির্ধারণ না করা হলেও কোনো অসুবিধা নেই। বরং গৃহস্থের সামর্থ্য ও প্রচলন অনুযায়ী খাবার দিলেই যথেষ্ট হবে।

-ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৪২; রদ্দুল মুহতার ৬/৪৭; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, মাদ্দাহ : ৫৭৬; শরহুল মাজাল্লা, আতাসী ২/৬৭৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন