শাবান-রমযান ১৪৪৩ || মার্চ-এপ্রিল ২০২২

আবদুর করীম - মোমেনশাহী

৫৬৬৫. প্রশ্ন

আমি আমার ছোট ভাইকে ৫ লক্ষ টাকা দিয়েছি মুযারাবার ভিত্তিতে ব্যবসা করার জন্য। চুক্তি হয়েছে, লভ্যাংশ অর্ধেক করে নিব। কিছুদিন পর সে আমার সাথে পরামর্শ করে নিজের থেকে দেড় লক্ষ টাকা উক্ত ব্যবসায় বিনিয়োগ করে। জানার বিষয় হল, এখন লভ্যাংশ বণ্টনের হিসাবটা কীভাবে করব? তার বিনিয়োগকৃত টাকার জন্য কি তাকে অতিরিক্ত লাভ দিতে হবে, নাকি পূর্ব নির্ধারিত হারেই লভ্যাংশ বণ্টন করা যাবে?

 

 

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের ব্যবসার লাভ থেকে খরচাদি বাদ দিয়ে নীট মুনাফাকে ৬.৫০ (সাড়ে ছয়) ভাগ করতে হবে। এ সাড়ে ছয় ভাগের দেড় ভাগ এককভাবে আপনার ছোট ভাই পাবে। আর অবশিষ্ট ৫ ভাগের ২.৫০ (আড়াই ভাগ) পাবেন আপনি। আর আড়াই ভাগ ব্যবসা পরিচালনাকারী হিসাবে পূর্ব চুক্তি অনুযায়ী আপনার ভাই পাবে। অর্থাৎ নীট মুনাফার ৬১.৫৩% আপনার ছোট ভাই পাবে। আর আপনি পাবেন ৩৮.৪৬%।

-বাদায়েউস সানায়ে ৫/১৩৬; আদ্দুররুল মুখতার ৫/৬৪৯; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, মাদ্দাহ : ১৪১৭; শরহুল মাজাল্লা, আতাসী ৪/৩৪৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন