আবরারুল হক - টাঙ্গাইল
৫৬৫৮. প্রশ্ন
কিছুদিন পূর্বে আমি একবার মসজিদে সামনের কাতারে দাঁড়িয়ে নামায পড়ছিলাম। হঠাৎ আমার দৃষ্টি পড়ে দেয়ালে ঝুলানো একটি ক্যালেন্ডারের উপর। আমি তখন ক্যালেন্ডারের উপরের দিকে বাংলায় লেখা কয়েকটি লাইন মনে মনে পড়ে ফেলি এবং বুঝেও ফেলি কিন্তু মুখে উচ্চারণ করিনি। হুজুরের কাছে জানার বিষয় হল, নামাযের ভেতর এভাবে মনে মনে বাংলা পড়ার কারণে আমার নামায কি ভেঙে গেছে?
উত্তর
নামায অবস্থায় উক্ত লেখাটি যদি বাস্তবেই মুখে উচ্চারণ না করে থাকেন তাহলে মনে মনে কল্পনা করার দ্বারা বা বোঝার কারণে আপনার নামায নষ্ট হয়নি। তবে মনে মনে এর কল্পনা করা ও তা বোঝার কারণে মাকরূহ হয়েছে।
প্রকাশ থাকে যে, নামাযে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখা সুন্নত। বিনা কারণে ডানে-বামে তাকানো মাকরূহ। তদ্রƒপ ইচ্ছাকৃত সামনের কোনো লেখা বা বস্তুর দিকে তাকানোও মাকরূহ। এগুলো খুশুখুযুর খেলাফ কাজ। তাই এ থেকে বিরত থাকা উচিত।
-আলমুহীতুল বুরহানী ২/১৫৯; তাবয়ীনুল হাকায়েক ১/৩৯৯; ফাতহুল কাদীর ১/৩৫১; ফাতাওয়া হিন্দিয়া ১/১০১; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৩৭০