শাবান-রমযান ১৪৪৩ || মার্চ-এপ্রিল ২০২২

হাসান - বরিশাল

৫৬৫৫. প্রশ্ন

আমার মাঝেমধ্যে কৃমির প্রকোপ খুব বেড়ে যায়। তখন কখনো তা পায়ুপথ থেকে বেরিয়ে আসে। আমি তা বুঝতে পারি।

 

মুহতারামের কাছে আমার জানার বিষয় হল, কৃমি যদি পায়ুপথ থেকে বেরিয়ে আসে তাহলে কি ওযু ভেঙ্গে যায়? জানালে উপকৃত হব।

উত্তর

হাঁ, পায়ুপথ থেকে কৃমি বের হয়ে আসলে ওযু নষ্ট হয়ে যায়। এর সাথে কোনো ময়লা বের হোক বা না হোক উভয় ক্ষেত্রে একই হুকুম।

-মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ৪১৫; কিতাবুল আছল ১/৪৯; ফাতাওয়া খানিয়া ১/৩৬; শরহু মুখতাসারিত তাহাবী ১/৩৬৩; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৩১; আদ্দুররুল মুখতার ১/১৩৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন