আবুল হাশেম - শেরপুর
৫৬৩৯. প্রশ্ন
আমার ছেলে বিদেশে চাকরি করত। ৯ মাস আগে সে সেখানে গিয়েছিল। গতমাসে সে সেখানে একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। সে বিদেশে যাওয়ার আগে আমরা তাকে আমাদের এবং তার পছন্দ অনুযায়ী আমার বন্ধুর মেয়ের সাথে এক লক্ষ টাকা দেনমোহরে বিবাহের আকদ সম্পন্ন করেছিলাম এবং কাবিননামাও করে রেখেছিলাম। কিন্তু আমরা মেয়েকে উঠাইনি এবং আমার ছেলে তার সাথে রাত্রি যাপনও করেনি। আমার জানার বিষয় হল, আমার ছেলে তো তার স্ত্রীর মোহর আদায় করেনি।
এখন আমার জন্য আমার ছেলের রেখে যাওয়া সম্পদ থেকে তার স্ত্রীর মোহর আদায় করা লাগবে কি না? কেননা আমার ছেলে তার স্ত্রীর সাথে এক রাত্রিও থাকেনি এবং আমরাও তাকে উঠিয়ে আনিনি। শুধু বিবাহের আকদ এবং কাবিননামা হয়েছে মাত্র। জানালে খুব উপকৃত হতাম।
উত্তর
স্বামী-স্ত্রীর মিলনের দ্বারা যেমনিভাবে পুরো মোহর আবশ্যক হয়ে যায়, তেমনি মৃত্যুর দ্বারাও স্ত্রী পূর্ণ মোহরের অধিকারী হয়ে যায়। তাই আপনার ছেলের স্ত্রীকে পূর্ণ মোহরই আদায় করতে হবে এবং সে চার মাস দশ দিন (স্বামী মৃত্যুর) পূর্ণ ইদ্দত পালন করবে।
-বাদায়েউস সানায়ে ২/৫৮৪; আলমাবসূত, সারাখসী ৬/৩০; ফাতাওয়া খানিয়া ১/৩৯৬; ফাতহুল কাদীর ৩/২০৮; তাবয়ীনুল হাকায়েক ৩/২৫১; আলবাহরুর রায়েক ৩/১৪৩; আদ্দুররুল মুখতার ৩/১০২