মুহাম্মাদ আলী হোসেন - কুমিল্লা
৫৬২৭. প্রশ্ন
ঈদের আগে বাজার থেকে গরু আনার সময় রশির টান লেগে আমার হাতের পিঠে ফোসকা ও কালো দাগ পড়ে যায়। বেশ কয়েকদিন পর তা শুকিয়ে গেলে জুমার নামাযের ওযু করার পর নামাযের কিছুক্ষণ আগে তা উঠিয়ে ফেলি এবং দ্বিতীয়বার ঐ জায়গা না ধুয়ে নামায আদায় করি। আমার জানার বিষয় হল, ঐ জায়গাটি দ্বিতীয়বার না ধুয়ে নামায পড়া কি ঠিক হয়েছে?
উত্তর
ওযু করার পর ওযুর কোনো অঙ্গের চামড়া উঠে গেলে বা উঠিয়ে ফেললে ঐ জায়গাটি ধোয়া আবশ্যক হয় না। তাই ঐ জায়গাটি দ্বিতীয়বার না ধুয়ে আপনার নামায পড়া ঠিক হয়েছে।
-কিতাবুল আছল ১/৪৯; আলমাবসূত, সারাখসী ১/৬৫; মুখতারাতুন নাওয়াযিল ১/১৯২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৫; রদ্দুল মুহতার ১/১০১