হাসীবুর রাহমান - খুলনা
৫৬২৫. প্রশ্ন
আমাদের গ্রামে বছরের বিশেষ দিনগুলোতে গরু জবাই করা হয়ে থাকে। এলাকার কিছু যুবক এই কাজ করে। তারা গরু কেনার পর বাড়ি বাড়ি গিয়ে কে কত ভাগ নেবে সে হিসাব নিয়ে অগ্রিম টাকা উসূল করে নেয়। সে সময় তারা শুধু গরুর দাম বলে আর কত ভাগ করা হবে তা বলে। প্রতি ভাগে কী পরিমাণ গোশত থাকবে তা তারা বলে না। তবে কেউ জানতে চাইলে অনুমান করে একটা পরিমাণ বলে। এরপর নির্ধারিত সময়ে তারা গরু জবাই করে এবং পূর্বের ওয়াদা অনুযায়ী গোশত ভাগ করে দেয়।
হুজুরের কাছে জানতে চাই, এভাবে অগ্রিম টাকা নিয়ে গোশতের পরিমাণ নির্দিষ্ট না করে গোশত ক্রয়-বিক্রয় করা বৈধ হবে কি?
উত্তর
প্রশ্নোক্ত পন্থায় গরু জবাই করে নির্ধারিত পরিমাণ টাকায় তা ভাগ করে করে নেয়া জায়েয। যারা এসব কাজের আয়োজনে থাকবে তাদের পরিশ্রমিকের জন্য প্রত্যেক ভাগের প্রকৃত মূল্য থেকে কিছু বেশি টাকাও নেয়া যেতে পারে। আর গোশতের পরিমাণ আগে থেকে সুনির্ধারিত না হলেও যখন ভাগ হয়ে যায় এবং বুঝিয়ে দেয়া হয় তখন তো প্রকৃত ওজন সুস্পষ্ট হয়ে যায়। তাই এতে অসুবিধা নেই।
-ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/১৪৯; ফাতাওয়া খানিয়া ২/১১৬; আলবাহরুর রায়েক ৫/২৭৪; রদ্দুল মুহতার ৪/৫১৬