জুমাদাল আখিরাহ ১৪৪৩ || জানুয়ারি ২০২২

ইয়াসির ইন্তাজ - আদাবর, ঢাকা

৫৬১৭. প্রশ্ন

হজ্বের সফরে আমার এক সফরসঙ্গী ১০ যিলহজ্ব কুরবানী করার পর ইহরাম ত্যাগ করার জন্য মাথা মুণ্ডাতে যান। কিন্তু সেখানে ভিড় থাকায় তিনি মাথা মুণ্ডানোর আগেই তার নখ-মোচ কাটতে শুরু করেন। আমি তাকে ইহরামের অবস্থায় থাকার কথা স্মরণ করিয়ে দিলে, তিনি বলেন, কোনো সমস্যা নেই। আমি কুরবানী করেছি। আমি মুহতারামের কাছে জানতে চাচ্ছি, ইহরাম ত্যাগ করার সময় হলক তথা মাথা মুণ্ডানোর আগে নখ-মোচ কাটা বা শরীরের অন্যান্য স্থানের পশম পরিষ্কার করা কি জায়েয আছে? কেউ যদি এমনটি করে তবে তার ওপর কোনো জরিমানা আসবে কি না?

উত্তর

হজ্বকারী কুরবানী করলেও মাথা মুণ্ডানোর আগে যেহেতু ইহরাম অবস্থায় থাকে, তাই এ সময়ে নখ-মোচ কাটা বা শরীরের অন্যান্য পশম পরিষ্কার করা নিষিদ্ধ। মাথা মুণ্ডিয়ে বা চুল ছোট করে ইহরাম থেকে হালাল হয়ে যাওয়ার পর এ কাজগুলো করা যাবে। তাই এ সময়ে হালাল হওয়ার আগে উক্ত কাজগুলো করলে নির্ধারিত জরিমানা দিতে হবে।

-আলমাবসূত, সারাখসী ৪/৭৭; খিযানাতুল আকমাল ১/৩৪০; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫৮৬; আলবাহরুল আমীক ৩/১৭৯০; রদ্দুল মুহতার ২/৫১৫; গুনইয়াতুন নাসিক, পৃ. ১৭৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন