জুমাদাল আখিরাহ ১৪৪৩ || জানুয়ারি ২০২২

আসআদ - ফেনী

৫৬১৪. প্রশ্ন

আমাদের মসজিদের ইমাম সাহেব গতকাল ফজরের নামায পড়ানোর সময় প্রথম রাকাতে আউযুবিল্লাহ... ও বিসমিল্লাহ... জোরে পড়ে ফেলেন। আবার নামায শেষে সাহু সিজদাও করেননি। এভাবেই নামায পুরা করেন। তারপর ইমাম সাহেবকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, নামায সহীহ হয়ে গেছে। সাহু সিজদার কোনো প্রয়োজন নেই। এখন আমার জানার বিষয় হল, যদি কেউ নামাযে ভুলে আউযুবিল্লাহ... ও বিসমিল্লাহ... উচ্চ আওয়াজে পড়ে ফেলে এবং নামায শেষে সাহু সিজদাও না করে, তাহলে কি তার নামায সহীহ হবে?

উত্তর

উক্ত নামায সহীহ হয়েছে। আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ জোরে পড়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হয় না। সুতরাং ইমাম সাহেব সাহু সিজদা না করে ঠিকই করেছেন।

-ফাতাওয়া খানিয়া ১/১২২; আততাজনীস ওয়াল মাযীদ ২/১৪৫; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন