জুমাদাল আখিরাহ ১৪৪৩ || জানুয়ারি ২০২২

আহমাদ - ঢাকা

৫৬১০. প্রশ্ন

আমি গতকাল একা একা ফজরের নামায আদায় করি। ফজরের দ্বিতীয় রাকাতে ভুলে সূরা ফাতিহা না পড়েই কেরাত পড়ে ফেলি। তাশাহহুদের সময় তা স্মরণ হয়। ফলে তাশাহহুদ পড়ে সাহু সিজদা করি। এখন আমার জানার বিষয় হল, আমার উক্ত নামায সহীহ হয়েছে, নাকি পুনরায় পড়তে হবে?

উত্তর

হাঁ, উক্ত নামায সহীহ হয়েছে। সূরা ফাতিহা ভুলে ছেড়ে দেওয়ার কারণে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। যেহেতু সাহু সিজদার সাথে নামায শেষ করেছেন তাই সেটি আদায় হয়ে গেছে।

-মুখতাসারুত তাহাবী, পৃ. ৩০; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৩; আলহাবিল কুদসী ১/১৯০; আলবাহরুর রায়েক ২/৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; আননাহরুল ফায়েক ১/৩২৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন