ফাহাদ হাসান - গফরগাওঁ, মোমেনশাহী
৫৬০১. প্রশ্ন
আমি টেইলার্সে একটি পাঞ্জাবি সেলাই করতে দিয়েছি। আমি দৈর্ঘ্যে যে মাপ দিয়েছি দর্জি ভুলে তা থেকে তিন ইঞ্চি ছোট বানায়। ফলে কাপড়টি পরার উপযুক্ত থাকেনি। এখন আমার জন্য তার থেকে কাপড়ের মূল্য ফেরত নেয়া জায়েয হবে কি না?
উত্তর
দর্জি কাপড় বানাতে ভুল করার কারণে যেহেতু তা ব্যবহার অনুপযোগী হয়েছে তাই আপনি কাপড়টি না নিয়ে তার থেকে এমন কাপড়ের বাজারমূল্য ফেরত নিতে পারবেন। অবশ্য দর্জি মূল্য না দিয়ে হুবহু ঐ কাপড়ই দিতে চাইলে তা-ও জায়েয হবে। সেক্ষেত্রে কাপড় না নিয়ে তাকে মূল্য দিতে বাধ্য করা যাবে না।
-আলমুহীতুল বুরহানী ১২/৪৮; খুলাসাতুল ফাতাওয়া ৩/১৩৭; বাদায়েউস সানায়ে ৬/১৭১; আলবাহরুর রায়েক ৮/১৬; ; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা ৬১১, ৪১৬; শরহুল মাজাল্লাহ ২/৭১৫