মুহাম্মাদ আশরাফ আলী - ঢাকা
৫৫৯২. প্রশ্ন
আমি গতকাল আসরের নামাযের দ্বিতীয় রাকাতে ভুলে বৈঠক না করেই দাঁড়িয়ে যাই এবং নামায শেষে সাহু সিজদা করি। এখন আমার জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে আমার নামায সহীহ হয়েছে, নাকি পুনরায় পড়তে হবে?
উত্তর
উক্ত নামায পুনরায় পড়তে হবে না। কেননা প্রথম বৈঠক ভুলে ছেড়ে দেওয়ার কারণে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল, যা আপনি আদায় করেছেন; তাই আপনার নামায নিয়ম মতই আদায় হয়েছে। হাদীস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন বুহায়না রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
إِنّ رَسُولَ الله صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ قَامَ مِنَ اثْنَتَيْنِ مِنَ الظّهْرِ لَمْ يَجْلِسْ بَيْنَهُمَا، فَلَمّا قَضَى صَلاَتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ، ثُمّ سَلّمَ بَعْدَ ذَلِكَ.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাযে দ্বিতীয় রাকাতে বৈঠক না করেই দাঁড়িয়ে যান। অতঃপর নামায শেষে দুটি সিজদা করেন। তারপর সালাম ফেরান। (সহীহ বুখারী, হাদীস ১২২৫)
-কিতাবুল আছল ১/১৯৩৬; আলমুহীতুল বুরহানী ২/৩১৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৮; মাজমাউল বাহরাইন, পৃ. ১৫০; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৯; হালবাতুল মুজাল্লী ২/৪৩৫; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৫৩