জুমাদাল উলা ১৪৪৩ || ডিসেম্বর ২০২১

আব্দুল আহাদ - ঢাকা

৫৫৯১. প্রশ্ন

আমি গতকাল আসরের নামাযের দ্বিতীয় রাকাতে রুকু না করেই সিজদায় চলে যাই। সিজদা থেকে উঠে বাকি নামায সম্পন্ন করি। তারপর মাগরিবের নামাযের জন্য দাঁড়াই; তখন আসরের দ্বিতীয় রাকাতে রুকু না করার বিষয়টি স্মরণ হয়। এখন মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার গতকালের আসরের নামাযটি কি সহীহ হয়েছে?

উত্তর

নামাযে রুকু করা ফরয। তাই কোনো রাকাতে রুকু ছুটে গেলে সেই রাকাত আদায়ই হয় না। তাই আপনাকে উক্ত আসরের ফরয নামায কাযা করে নিতে হবে।

-বাদায়েউস সানায়ে ১/২৮২; আলমুহীতুল বুরহানী ২/২৯; তাবয়ীনুল হাকায়েক ১/২৭২; ফাতহুল কাদীর ১/২৪০; আলবাহরুর রায়েক ১/২৯০; রদ্দুল মুহতার ১/৪৪২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন