জুমাদাল উলা ১৪৪৩ || ডিসেম্বর ২০২১

ফারহান - খুলনা

৫৫৮৯. প্রশ্ন

আমার ছোট চাচা একজন নামাযী মানুষ। পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন। কিন্তু তিনি নামাযের মধ্যে সিজদায় যাওয়ার সময় প্রায়ই আঙ্গুল ফুটান। বিষয়টা আমার কাছে কেমন কেমন লাগছে। তাকে জিজ্ঞাস করলে তিনি বলেন, আঙ্গুল ফুটালে নামাযের সমস্যা কী? আমি তার কথার সন্তোষজনক কোনো উত্তর দিতে পারিনি এবং বিষয়টা আমার কাছেও অস্পষ্ট।

তাই আমি জানতে চাই, নামাযে আঙ্গুল ফুটালে নামাযের কি কোনো সমস্যা হয়? জানালে উপকৃত হব।

উত্তর

নামাযে আঙ্গুল ফুটানো মাকরূহ তাহরীমী। এ থেকে বিরত থাকা আবশ্যক। হযরত ইবরাহীম নাখায়ী এবং মুজাহিদ রাহ. থেকে বর্ণিত-

أَنّهُمَا كَرِهَا أَنْ يُفَرْقِعَ الرّجُلُ أَصَابِعَهُ وَهُوَ فِي الصّلاَة.

তারা উভয়ে নামাযে আঙ্গুল ফুটানো মাকরূহ মনে করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা ৭৩৬২)

-খুলাসাতুল ফাতাওয়া ১/৫৭; মাজমাউল বাহরাইন, পৃ. ১৩৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৬; মাজমাউল আনহুর ১/১৮৫; হালবাতুল মুজাল্লী ২/২৪৯; রদ্দুল মুহতার ১/৬৪২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন