হাবীবুল্লাহ - বান্দারবন
৫৫৮৮. প্রশ্ন
গতকাল যোহরের চার রাকাত সুন্নত পড়ার সময় দ্বিতীয় রাকাতে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যাই এবং তৃতীয় রাকাতে সিজদা থেকে উঠে বৈঠকে বসে তাশাহহুদ পড়ার পর মনে পড়ে যে, এটা তৃতীয় রাকাত। তখন সাথে সাথে দাঁড়িয়ে বাকি নামায সাহু সিজদার সাথে আদায় করি।
মুহতারামের কাছে জানতে চাই, একই নামাযে একাধিক ভুলের জন্য একবার সাহু সিজদা আদায় করলেই কি নামায সহীহ হয়ে যাবে, নাকি প্রতিটি ভুলের জন্যই ভিন্ন ভিন্ন সাহু সিজদা আদায় করতে হবে? বিষয়টা একটু পরিষ্কারভাবে জানালে উপকৃত হব।
উত্তর
এক নামাযে একাধিক ওয়াজিব ছুটে গেলেও একবার সাহু সিজদা আদায় করাই যথেষ্ট। প্রত্যেক ভুলের জন্য ভিন্ন ভিন্ন সাহু সিজদা করতে হয় না।উল্লেখ্য, নামাযে মনোযোগী হওয়া উচিত। এ ব্যাপারে কুরআন-হাদীসে তাকিদ এসেছে। মনোযোগের সাথে নামায আদায় করলে একই নামাযে বারবার ভুল হওয়ার আশংকা কমে যাবে।
-কিতাবুল আছল ১/১৯৮; বাদায়েউস সানায়ে ১/৪১৭; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩০; আদ্দুররুল মুখতার ২/৮০