জুমাদাল উলা ১৪৪৩ || ডিসেম্বর ২০২১

ইউসুফ আমীন - ধলপুর, ঢাকা

৫৫৮৬. প্রশ্ন

আমাদের মসজিদে মাগরিবের নামাযে ইমাম সাহেব দ্বিতীয় রাকাত শেষে বৈঠক না করে দাঁড়িয়ে যান। মুক্তাদীরা পেছন থেকে লোকমা দিলে ইমাম সাহেব বসে যান। তারপর নামায শেষে সাহু-সিজদা করেন। নামাযের পরে কিছু মুসল্লী বলাবলি করছিল, ইমাম সাহেবের দাঁড়ানো থেকে বসে যাওয়াটা ঠিক হয়নি। এতে নামায নষ্ট হয়ে গেছে।

মুফতী সাহেবের নিকট জানতে চাই, আসলেই কি আমাদের ওই নামায নষ্ট হয়ে গেছে, নাকি সহীহ হয়েছে?

উত্তর

প্রশ্নোক্ত অবস্থায় ইমামের বসে যাওয়ার কারণে নামায নষ্ট হয়নি; বরং দাঁড়িয়ে যাওয়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছে। আর ইমাম সাহেব যেহেতু নামায শেষে সাহু সিজদা করেছেন তাই আপনাদের নামায সহীহ হয়ে গিয়েছে। তবে, ইমাম সাহেব প্রথম বেঠক না করে দাঁড়িয়ে যাওয়ার পর মুক্তাদীদের লোকমা শুনে বসে যাওয়া উচিত হয়নি।

এক্ষেত্রে নিয়ম হল, ইমামের অনুসরণে মুক্তাদীরাও দাঁড়িয়ে যাবে এবং অবশিষ্ট নামায শেষ করে ইমামের সাথে সাহু সিজদা করবে।

হযরত মুগীরা ইবনে শোবা রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-

إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ الرّكْعَتَيْنِ فَلَمْ يَسْتَتِمّ قَائِمًا فَلْيَجْلِسْ، فَإِذَا اسْتَتَمّ قَائِمًا فَلَا يَجْلِسْ وَيَسْجُدْ سَجْدَتَيِ السّهْوِ.

যখন তোমাদের কেউ দ্বিতীয় রাকাতের পর না বসে দাঁড়িয়ে যায়, যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে না দাঁড়ায় সে বসে যাবে। আর যখন সে পূর্ণভাবে দাঁড়িয়ে যাবে তখন আর বসবে না এবং (নামায শেষে) দুটি সাহু সিজদা করে নেবে। (সুনানে ইবনে মাজাহ, হাদীস ১২০৮)

-ফাতহুল কাদীর ১/৪৪৫; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪০২; হালবাতুল মুজাল্লী ২/৪৪২; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮৮; আলবাহরুর রায়েক ২/১০১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৫৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন